click on images to know more about the Images

আধুনিক লোকগীতি (১)

Author: হরিপদ সরকার

                            কথা ও সুরঃ হরিপদ সরকার

  ঐ কাচি খোঁচার পিঠা, খাইতে লাগে রসের মিঠা

   চুষির পায়েসের মধ্যেও ফোটায় গোটা গোটা গো 

   -------- ফোটায় গোটা গোটা ।। 

 

   গরম গরম সাজের পিঠা খাইয়া শান্তি পাই 

   পুলিপিঠা পাটিসাপ্টায় নারকেলের পুর চাই। 

   বাসি পিঠায় উপকার নাই ( ২ ) 

   খেও তাই দু’ চারটা ।। গরম পায়েসের 

   মধ্যেও ফোটায় গোটা গোটা।। 

 

   ঠাণ্ডায়ও বেশ আমেজ আসে, খেজুরের রস খেলে 

  কোরমা পোলাও হার মানে তায় পায়েস পিঠা পেলে। 

   আবার না বুঝে রস বেশী খেলে বাজতে পরে ঘণ্টা ।।

 

   সরষে ফুলি রসে পিঠা ভিজিয়ে নিয়ে খেলে 

   পেটও ভরে; তৃপ্তি মেলে, যেও না তা ভুলে। 

   চুষির পায়েস বাসি খেলে(২) ভরে ওঠে মনটা।।

 

বি: দ্র:- গানটির সুর জানার জন্য 9903602489 ( WhatsApp ) নম্বরে যোগাযোগ করুন ।