click on images to know more about the Images
তাক করে মাছরাঙা পাখী
খায় না যত মাছ ধরে,
তার চেয়ে হয় নষ্ট বেশী
আজও মরা নদীর চরে।।
তাতে বান ডাকিলে বর্ষাকালে
করে যেন জল থৈ থৈ,
শুকিয়ে গেলে শীতকালে তা
সেই মরা গাঙ্গে দেয় মই।।
জল থাকিলে অনন্ত রাশি
যায় না গো মাছ ধরা,
শুকনো নদীর জলে কখনও
যায় দেখা তা আধমরা।।
যখন বর্ষার জল ঢোকে তাতে
তখন খানা খন্দ রয় ভরা,
ঠিক সময়ে না থাকলে জল
পড়ে অকালে সেথায় চরা।।
মাছরাঙা সেথায় মাছ ধরে
যেথায় রয় সদা স্বচ্ছ জল,
অন্য পাখীর আনাগোনা বনে
গাছে না থাকলেও পাকা ফল।।