click on images to know more about the Images
তুমি কেনো আমার 'সুখ' হতে চাও ?
আমি যে দুঃখ -কে বড়ো ভালোবাসি !
তোমার জন্য ভিজিয়ে রাখা বালিশ
আর একটা গোটা সমুদ্র কিনে রেখেছি।
পৃথিবীর যতো দুঃখ, কষ্ট আছে তারা আমার উত্তপ্ত দেহের মাংসপিন্ডের নগ্ন স্বাদে মগ্ন থাক।
হিংস্র রক্ত চোষার ভোগবিলাসীর খাদ্য হবো আমি।
আমার একগুচ্ছ অর্থহীন স্বপ্ন !
মিথ্যে কিছু আশা আর হাজার হাজার বহুরূপী মুখোশের ভিড়ে ;
আমি জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি।
রাতের আঁধার সরিয়ে ভোরের আলো বাঁচার আশ্বাস এনে দেয় ।
হাজারো দুঃখ, কষ্টের পরে,
একটা সুন্দর সুখের দিন আসবে।
এই আশায় আমি আজও বেঁচে আছি।
আমাকে জীবনের প্রতিটা মুহূর্তেই ক্ষত-বিক্ষত, রক্তাক্ত, আহত হতে হয়েছে।
এবং এখনও হতে হচ্ছে।