click on images to know more about the Images
খুব কষ্ট হচ্ছে, ঘৃণা হচ্ছে, রাগ হচ্ছে, নিজেকে সংযত রাখতে পারছি না। এটাকি স্বাধীন সার্বভৌম ভারত, যেখানে কলসি থেকে জল খাওয়ার অপরাধে দুধের শিশুকে বেধড়ক পিটিয়ে মেরে ফেলা হয়। হিংস্র হায়নাকে ও হার মানিয়ে দিল চাওল সিং। তার ক্ষিপ্রতাকে শত শত ধিক্কার জানাই । যেখানে স্বাধীনতার 75 বৎসর পুর্তি উপলক্ষ্যে সারা ভারতবর্ষে অমৃত মহোৎসব পালিত হচ্ছে আর রাজস্থানের সরস্বতী বিদ্যামন্দিরের 9 বৎসরের দুধের শিশুকে পিটিয়ে মেরেছে নর পিশাচ চায়েল সিং। শত শতবার ধিক্কার জানাই জানোয়ার চায়েল সিংকে। তাকে মাটিতে পুতে পাগলা কুকুরকে দিয়ে খুবলে খাওয়ানো উচিত । নিরব ডান বাম মনুবাদিরা।তাদের কোনো টু শব্দ টি নেই। সুদুর আমেরিকাতে কোনো নিগ্র মরলে তাঁরা কালো কাপড়ে মুখ ঢেকে বর্ণ বিদ্দেশিদের ধিক্কার জানায়, প্রদীপ জ্বালায়। আজ কোথায় তারা। কারণ দলিত মরেছে, তাঁদের জাত ভাই নয়। যে মণুর বিধানে সারা ভারতের শাসন ব্যবস্থা চলে সেখানে শূদ্র নিধন স্বাভাবিক ঘটনা। এতে তাঁদের কোনো দুঃখ নেই কষ্ট নেই।যেখানে রামচন্দ্র মেরেছিলেন সাম্য বাদের জনক শম্ভককে, দ্রনাচার্য একলব্যের বৃদ্ধাঙ্গুলি কেটেনিয়েছিল গুরুদক্ষিণা স্বরুপ। তখন ভখবান শ্রীকৃষ্ণ তালি বাজিয়ে ছিলেন কারণ অর্জুন শ্রেষ্ট ধনুদ্ধরের যায়গাটা পাকা করে নিল। এটাই হচ্ছে তেত্রিশ কোটি দেব দেবীর ভারত বর্ষ। আর কত কাল জেগে ঘুমবে।জাগো ওঠো আওয়াজ তোল মনুর বিধান মানি না। সম্প্রদায়ের নামে ঘৃণা বন্দ করো। জাত ব্যবস্থাকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আবার উঠে আসুক হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর,মহাত্মা জ্যোতি রাও ফুলে,সাবিত্রী বাই ফুলে,পেরিয়ার রামস্বামী, বাবা সাহেব আম্বেদকর। আপনারা এসে দেখুন কঙ্কাল স্বার ভারত বর্ষে এখনো মনুর বিধান বলবত। দলিত শোষিত ভাইএরা তোমাদের লিখনী আরো আরো বিস্ফারিত করো। সাম্যবাদের ধজ্বধারিরা আজ চুপ কেন? কোথায় তাঁদের কুম্ভিরাশ্রু। সিধূ কানু মুলনিবাসীরা ঘর থেকে বেরিয়ে এস দেখে যাও ভারতের জাত ব্যবস্হার পরিনতি। বেরিয়ে এস তির ধনু নিয়ে ঝাপিয়ে পড়ো নর পিশাচদের ভন্ডামীর বিরুদ্ধে ।ভেঙে গুড়িয়ে দাও ঐ ক্ষমতার মন্দির । আমারা ন্যায় বিচার চাই। ফিরিয়ে দাও ইন্দ্র মেঘওয়ালকে। ফিরিয়ে দাও সন্তান হারা মা বাবার সোনার চাঁদকে। চাই নর পিশাচ চাওল সিং এর দৃষ্টান্ত মূলক শাশ্তি। আজকে যে ঘটনা ইন্দ্র মেঘওয়ালের উপর ঘটল সেটা আমার আপনার সন্তানের ক্ষেত্রে হবেনা তার নিশ্চয়তা আছে কি ? তাই বন্ধুগণ আর ক্ষমা নয়।আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা চায়ল সিং এর দৃষ্টান্ত মূলক সাজা চাই। যে শাশ্তি দেখে সমস্ত বিশ্ববাসী শিহরিয়া উঠবে। যুগ যুগ ধরে অপরাধ করতে মানুষ ভয় পাবে। তাকে
মটিতে অর্ধেক পুতে হিংস্র হায়নাকে দিয়ে খাইয়ে দেওয়া হোক এটাই আম জনতার বিধান।