click on images to know more about the Images
এই রাস্তায় হেঁটেছি কতো !
পার করেছি কতো নিশুতী রাত!
আমার আঙিনায় বোসে সারাটা ;
রাত জেগে বলেছি কথা,
চাঁদের সাথে একা একা !
আমার জীবনের অন্ধকারের
কিছু অধ্যায়ের কথা !
ভিজেছি পূণিমার আলোয় !
পাশে ছিল না কোনো সঙ্গী!
কুঁয়াশায় হেঁটেছি সঙ্গীহীন হয়ে,
মৃত ঝরাপাতা গুলি মচমচে ;
শব্দ তুলে অভয় দিয়েছে আমায়,
তারা বলেছে আমায় কানে কানে;
ভয় নেই আছি তোমার সাথে ;
ছায়ায়, মায়ায়, রাখবো তোমায় ঘিরে ।
আমাকে কেউ বলেনি ;
থেকো একটু অপেক্ষায়!
শিকল ছিড়ে আসব তোমার মনের ব্যাথায় !
অলস এই মন -টা শেষে পর্যন্ত
বিষহ্ন হয়ে গেলো !
আমি হাঁটছি তো হাঁটছি ,
ঘুরছি তো ঘুরছি !
রোদ, ক্লান্ত আমি, আমার মন খারাপ !
মন খারাপের দিনে কেউ বলেনি এসে!
আমি বৃষ্টি হতে চাই তোমার জন্য !
বৃষ্টি হয়ে তোমার বেদনা গুলো ধুয়ে দিতে চাই ।
কেউ কখনো বলেনি!
আমি সুখ হয়ে তোমার;
জীবনের সব দুঃখ গুলো,
মুছে দিতে চাই !