click on images to know more about the Images

বর্ণ শ্রেষ্ঠ

Author: ড.পতিতপাবন চৌধুরী

এক
নীচ  দলিত জাত বলে
যাদের দাও দূরে ঠেলে
পূজা শ্রাদ্ধে পাশে বসো
ভুজ্জি সব থলেতে ঠাসো
ভোজন করো পেটপুরে
তখন রাখো নাতো দূরে!!
            দুই
আধুনিক যুগে  বিবেকহীন
দয়া মায়া সহিষ্ণু বিহীন
মানবিক গুণ নেই যার
মানব জাতের কুলাঙ্গার।
উঁচু নিচু খোঁজে তফাৎ
সে সত্যি বড়ো বজ্জাত!!
           তিন  
জন্মাক যে কোনো ঘরে
সৎ কর্ম যারাই করে
মানব জাতি করে স্মরণ
এমনি আছে  উদাহরণ।
কর্ম দোষে হয় দুষ্ট
বিবেকবান মানুষই বর্ণশ্রেষ্ঠ

 

৩১.৫.২১/৫.৬.২১