click on images to know more about the Images

মূলনিবাসী

Author: দিবাকর

রাস্তার ধারে বসতি ওদের

        আজও জানে না ওরা কারা ?

ওরা আদি মূল নিবাসী 

       না কি এখনও সর্বহারা। 

 

মাঠে ঘাটে খেটে মরে ওরা 

    তাতে যৎসামান্য হয় রোজগার ।

কেউবা পেটের দায়ে ভিক্ষা করে

       কারো উপর হয় অত্যাচার ।

 

তারা পারে না শরীরের যত্ন নিতে 

         পর্যাপ্ত টাকা কড়ির অভাবে ।

গায়ে দামী পোশাক না থাকলেও

       আজও খাঁটি রয়েছে স্বভাবে ।

 

বাস্তুভিটা থাক বা না থাক 

      তারাই ভারতের মূলনিবাসী ,

বাকি পনেরো ভাগ এসেছে যারা 

    তারাই তো আর্য এবং বিদেশি ।

 

মুন্ডা সোরেন ওরাওঁ অসুর 

       আজও কারো এইসব পদবী ।

পরাক্রমশালী অসুর ও ওই দলে 

      জেনে রেখো মিথ্যা দেবদেবী ।

 

ষষ্ঠী থেকে দশমী এই ক' দিন 

         ওদের কাটে না কেহ দাড়ি 

দুর্গা পূজায় বিশ্বাসী নয় ওরা 

         সবাই হূদুর দুর্গার পূজারী ।