click on images to know more about the Images

কোরোনা তোমার করুণায়

Author: বাপ্পাদিত্য মন্ডল

মানুষের ভোজনালয় আজ পশু বৃত্তির ঘর,

তাইতো-নতুন করে এসেছে এবার কোরোনার ঝড়।

চিনের উহান শহর যার আঁতুড়ঘর।

মহামারী হয়ে ছড়িয়েছে যা বিশ্বে নিমেষের মধ্যেই,

তাইতো আমরা আজ সবাই নিজ-নিজ ঘরের মধ্যে।

 

জঞ্জাটে ভরা শহর,রাস্তাঘাট সবই আজ নিস্তব্ধ,

একটা ভাইরাস করেছে সমস্ত মানবজতি কে জব্দ,

আজ বোধহয় বুঝতে পারবে মানুষ খাঁচায় বন্দী চিড়িয়ার কষ্ট।

 

কোরোনা তোমার করুণায়-

বিরামহীন পৃথিবী একটু জিরোনোর সময় পেয়েছে,

তাই বাতাসে দূষণের পরিমাণ আজ অনেক নিচে নেমে এসেছে।

 

কোরোনা তুমি চলে যেও যত শিঘ্র হয়,

কিন্তু রেখে যেও চিরতরে তোমার এই ভয়।