click on images to know more about the Images

নির্জাতিতের পরম পিতা বি. আর. আম্বেদকর

Author: বিকাশ চন্দ্ৰ বিশ্বাস

নির্জাতিতের পরম পিতা বি.

 আর. আম্বেদকর ।

মৌ শহরের আম্বাবাদে (2) জনম তোমার ।।

 

শিক্ষার অধিকার দিয়ে ছিলেন যিনি, 

তার কাছে দলিত জাতি চীরকাল ঋণি ।

এখন মুখ ফিরিয়ে আছে তারা (2) হয়ে চাটুকর ।।

 

বর্ণবাদের চরম দশায় ছিল এই জাতি

ভাগ্যে ছিল কষাঘাত আর তোষনের লাথি ।

তার চেয়ে ছিল চরম দুর্গতি (2) শুধু অত‍্যাচার ।।

 

সর্বহারা বলে আছে যারা ভূতলে

তারা ফেলেদিল দলিতেরে কেমন যাতাকলে।

এখন বাবা সাহেব বিনা তাদের (2) সবাই অন্ধকার ।।

গীতিকার --বিকাশ চন্দ্র বিশ্বাস