click on images to know more about the Images

পদবী মাহাত্ম্য

Author: স্বস্তি সরদার ভৌমিক

সুধাময় ফার্ষ্ট হয়েছে জেলায় মাধ্যমিকে; 

নানান পুরস্কারে সবাই বরণ করে তাকে ।

পায়ে পায়ে এগিয়ে এল উচ্চমাধ্যমিক, 

সেখানেও রাখল মেধার বিচার বৌদ্ধিক ।

এমনি সগৌরবে সকল শিক্ষা গ্রহণ শেষে, 

ডব্লিউ.বি.সি.এস পাশে বিডিও হল অবশেষে ।

কিন্তু নামের শেষে দেখে পদবী বিশ্বাস, 

'কোটার মাল' বলে সবাই করে উপহাস---

সংরক্ষণের ফলেই দেশটা হচ্ছে বরবাদ, 

মানুষ মারার সঙ্গে হচ্ছে ব্রীজও কুপোকাত ।

শিক্ষা,স্বাস্থ্য,সমাজ,দেশ গেল রসাতলে, 

স্বল্পমেধার অযোগ্যদের সংরক্ষণের ফলে।

এমনি ভাবেই হয়ে গেল কয়েক বছর পার ।

জাতের খোঁটাগুলো ব্যথা দেয় না তেমন আর।

 

এমত সময় দপ্তরে তার পিয়ন নিয়োগ হয় ।

অকালে মরা বাবার চাকরি ছেলে দাবিদার, তাই, 

শুভ চক্রবর্তী সাংবিধানিক সুযোগ হেথায় পায়।

শুভ চক্রবর্তী ক্লাসমেট তার রসিক সর্বদাই ।

চাকরিদার বাপের ব্যাটা, ছিল না তাই চিন্তা, 

পথে-ঘাটেই মস্তি-মজায় কাটিয়ে দিত দিনটা ।

লেখাপড়ায় লটর-পটর যতই তাড়া দিক

দু'তিন বার দিয়ে সে পাশ করে মাধ্যমিক ।

তারপরে তার টিকির নাগাল ছিল নাকো স্কুলে ।

মহিলা কেসে শোনা যায় গিয়েছিল জেলে।

বাবা-কাকার প্রভাব ছিল লোক-সমাজে তাই, 

রাজনীতির দালাল ধরে বেকসুর খালাস পায়।

চাকরি পাওয়ার যোগ্যতা তার ছিল নাই মোটে,

তেমন বিদ্যা-বুদ্ধিও তার ছিলও না ঘটে ।

অফিসার বাপের চাকরি না পেয়ে তাই শেষে 

পিয়ন পদে যোগ দিল সে এই অফিসে এসে ।

কিন্তু মজার ব্যাপার, যেদিন অফিসে পা দেয়--

'আসুন ঠাকুর মশাই' বলে সম্মানিত হয়।

শ্রাদ্ধ,বিয়ে,অন্নপ্রাশন, এমন নানান কাজে 

চক্রবর্তীই পরামর্শ দাতা সবার শুভ কাজে ।

তার উপরে পূজা করে যে ডাকে তার বাড়ি 

অল্প দিনেই হাঁকিয়ে দিল ফ্ল্যাটবাড়ি ও গাড়ি ।