click on images to know more about the Images
এলো এলো ওই শুভ পঁচিশে ডিসেম্বর,
এই দিনটির শোনো সবে শুভ সমাচার ।
এই দিনেতেই ঊনিশশ' সাতাশ সালে,
বাবাসাহেব মনুস্মৃতি আগুন দিয়ে জ্বালে।
বৌদ্ধ ও নারী দলনের ঘৃণ্য নীতি
প্রতি ছত্রে ছত্রে লেখা মনুস্মৃতি।
গ্রন্থটি আগুনে জ্বেলে ভারতের বুকে,
বাবাসাহেব শোনালেন মনের সুখে---
শোনো মোর শূদ্র, অস্পৃশ্য, দলিত সমাজ,
নারী সাথে তোমাদেরও মুক্তি দিলাম আজ।
শাস্ত্রের নামে চক্রান্তে , সুকৌশলে অতি,
মনুস্মৃতি বেঁধেছিল তোমাদের অগ্রগতি ।
সেখানি আজ পুড়িয়ে, জ্বালি জ্ঞানের মশাল,
সে আলোর পথে চলো দলিত সকল।
মনুস্মৃতি দহনের এ শুভ লগন,
ভুলো না ভারত জোড়া দলিত জনগণ ।