click on images to know more about the Images
জনম দিনে পেন্নাম হই ঠাকুর
জনম দিনে পেন্নাম হই
তুকে এ ফাগুনে অস্ট্রেলিয়া লিয়ে যাব।
তুকে কলে করে খাওয়াইব
পান্তাভাতে লঙ্কা দিব
বিন্নিধানের খই দিব
আমন ধানের পিঠা দিব।
তুতো এই পিছ্ছে পড়া সমাজটকে লিখা পড়া শিখাইছ।
চাকুরী দিছ মান দিছ সম্মান দিছ
তবু এরা তুয়ার প্রতি কৃতজ্ঞ লয়।
তুয়ার জনম দিনে দল যাত্রা বানায়
আবীর খেলে লাচ গান করে
তুর দুঃখটকে ওরা বোঝে লা।
মীড সাহব কে ধরে কতকি করলে গা ঠাকুর।
স্কুলট বানালে পাঠশলাট বানালে
তু বল্লে ছিলেপিলে শিক্ষা দিতে ভিক্ষাট কর
পথম সংরক্ষণ তুকে মীড দিল
কত ছেলেমিয়ে চাকুরী পেল ডাক্তার হল ব্যারিস্টর হল কানুনগো হল দারোগা হল সাব রেজিস্টর হল।
তুত যগেন মন্ডলকে দিয়ে আম্বেডকরকে গণপরিষদে পাঠালে বটে।
বাবাসাহব সংরক্ষণ দিল মেয়ে দের অধিকার দিল
শ্রীমতি মীড মেয়েদের শিক্ষা দিল
জয়ধ্বনী দেবীকে বড়ো সেবিকা বানালে
তবুও এরা তুয়ার কথট মনে করে না
জমি যার লাঙল তার তু তো বল্লে গা ঠাকুর
আমুল ভূমি সংস্কারের দাবিতে ঘাটাল শহরটতে ভাষনট দিলে ঠাকুর
তু সব্বাইকে ভালট বাসলে ভালোবাসাট দিলে
তু তো গরীব দুঃখীর লেতা গা ঠাকুর
তু বড় পন্ডিত তু আমাদের শিক্ষাদাতা
তবুও তুয়ার ছিলেপিলেরা চাকুরী পেলে তোয়ার কুথাটা ভুলে যায়।
ওনেকে বোলে নীজে চাকুরীট পেয়েছি
সংরক্ষণট চাই লা
তারা হরিবোল ভুলে হরে কেষ্ট হরে কেষ্ট করে
আর মতুয়াদের দেখলে বলে ছোট জেতেরা খেপেছে।
তুতো স্বর্গের লোভ আর নরকের ভয় থেকে মুক্তি দিলে গা ঠাকুর
গৃহাশ্রমকে প্রাধন্য দিলে
তু দেব দেবীর ভক্তি থেকে মোহট কাটালে
তু জীবন কেন্দ্রীক মানব ধর্মট দিলে
হ্যাগা খুড়া ওরা কোন ঠাকুরের কথা কইছে গা
বাঙালদের ঠাকুর গা বাঙালদের ঠাকুর
নাম কি গা
আরে চাঁদ ঠাকার গা চাদ ঠাকুর
ঐ বাঙালগুলা রেলের পাশে
বিলের পাশে ঝুপড়িতে থাকে
মাঠেঘাটে কাজ করে স্কুলে যায়
চাকুরী পায়
ইটা কেমন করে হয়গা খুড়া
ওদের ঠাকুর আছে গা ঠাকুর আছে
কোন ঠাকুরের কথা কইছ গা খুড়া
চাঁদ ঠাকুর গা চাঁদ ঠাকুর
হরিচাঁদ আর গুরুচাঁদ ঠাকুর
রেতের বেলায় চাঁদের আলো দিয়ে জ্ঞানের বাতি জ্বালায়।
রেতের বেলা চাঁদের আলো জ্বেইলে দিয়ে জ্ঞানের বাতি জ্বালায়।
তবে চল খুড়া পড়ে পড়ে মার না খেয়ে ওদের ঠাকুরে ভিড়ে যাই
খুব দুঃখট লাগে গা ঠাকুর
খুব দুঃখট লাগে
তু ভালট থেকো জগতের মঙ্গলট কোরো
পেন্নাম হই ঠাকুর পেন্নাম ।