click on images to know more about the Images
ঈশ্বরের জন্ম দাতা ব্রাহ্মণ-
তাই ঈশ্বরে বিশ্বাসের প্রশ্নই ওঠে না।
ব্রাহ্মণের স্বার্থের ঔরসে জন্ম নিয়েছে অসংখ্য কাল্পনিক দেবদেবী।
তাই আমি দেব-দেবীকে ঘৃণা করি।
ব্রাহ্মণ রচিত ধৰ্ম শাস্ত্র অনুসারে আমি শূদ্র।
কারণ, ভারতীয় বহুজন সমাজের আমি একজন।
আমার পূর্ব পুরুষকে নিরক্ষর বানিয়েছে ব্রাহ্মণ।
ছোটো জাত বলে অপমান করেছে বার বার।
পূজার নামে এখনো লুঠ করছে সম্পদ।
শ্রাদ্ধের নামে আত্মসাৎ করছে ধন দৌলত।
অথচ শূদ্র বলে মন্দিরে ঢুকতে দেয়নি কোনো দিন।
আজও কি দেয়?
তাই মন্দির আমার চোখে শয়তানদের মন্ত্রণাগার।
ঈশ্বর বলে মাথার ওপরে কেউ নেই।
নেই কোনও পূর্ব জন্ম, পর জন্ম।
' পূর্ব জন্মের কর্মফল ' একটি বিশুদ্ধ প্রহসন।
'স্বর্গ' এক বিরাট ধাপ্পা বাজের গল্প।
'তীর্থস্থান' লুঠেরাদের নন্দন কানন।
ঈশ্বর বলে সত্যিই কেউ থাকলে ব্রাহ্মণরা ভারতীয় বহুজনদের ওপর এতটা অত্যাচার করতে পারত কি?
কেনো 'ঈশ্বর' ব্রাহ্মণদের -
মানুষ বানাতে পারলো না আজও।