click on images to know more about the Images
দেখে বাড়ীর পাশে বাঁশঝাড়
মনে পড়ে পুরনো কিছু স্মৃতি ,
হাঁসের দল সাঁতার কাটে জলে
নেই যে তাদের কোন ভীতি।
কখনো বা দেখা যায় সেথায়
ডাহুক ও পানকৌড়ি ঝোঁপে জলে
সবুজে ঘেরা এই প্রাচীন গ্রামটি
সদা ভরা রয় ফুলে ও ফলে।
দীঘির জলে সাঁতার কাটে শিশু
বড়রা শেখায় তা মনেপ্রাণে
আজও সেথায় বেশ কিছু মানুষ
সমাদৃত হয়নি উপযুক্ত সম্মানে।
দেখি রাস্তার দু’ধারে আবর্জনা
তবে বাড়ি-ঘর বেশ পরিষ্কার ,
নোংরা জল সরানোর নালা
তৈরি হয়নি , করেনি সংস্কার।
গ্রামটির নাম আমজাম তলা
পড়ে আছে মালদার এক কোণে
ঘুরতে সেথায় যায় না অনেকেই
মন্দির মসজিদ দেখার টানে।
সেথায় রয়েছে এক বৌদ্ধ মন্দির
গ্রাম থেকেও তা দূরে , বহু দূরে
কেবল প্রকৃতি প্রেমী হলেই
ধৈর্য্য ধরে দেখে তা ঘুরে ঘুরে।
অদূরেই বসতি আদিবাসী মানুষের
অনেকে ভালো খাবার না পায়
তাদের জীবনধারা এতই সরল
বেঁচে রয় সবাই আপন গরিমায়।
গ্রাম থেকে দূরে এক মন্দির
বুদ্ধের স্মৃতিগাঁথা বয়ে বেড়ায় ,
ওই মন্দিরেও জনসমাগম হয়
সেই পুণ্য তিথি বুদ্ধ পূর্ণিমায়।