click on images to know more about the Images

কবির ভাবনা

Author: হরিপদ সরকার

প্রাচীন কবি সাহিত্যিক সুতির ঝোলায় 

 বয়ে বেড়ায় কত নতুন পুরানো স্মৃতি ,

স্মৃতির আড়ালে লুকিয়ে থাকা ইতিহাস 

 লেখনীতে প্রকাশিলে গড়ে ওঠে সংস্কৃতি। 

আজি কবিগণ বয় না সে সব  

 কিছু লেখার তরে রাখে খাতা, কলম 

কোন কোন কবি প্রচারের আলোয় যেতে 

 করে দাদাদের তোষামোদ, লাগায় মলম।

মোবাইল ফোনটা সাথে থাকলে কারো 

খাতা কলমেরও হয় না প্রয়োজন ,

স্মার্ট ফোন যদি না হয় তখন সেটা 

 পন্ড হয় তাতে লেখার সব আয়োজন। 

বেশি না থাকলেও পুঁথিগত বিদ্যা 

 যদি থাকে কারো ভাষা ও দিব্যজ্ঞান ,

লিখে দেন তিনি অবলীলায় কিছু

 তাতে অনেকেরই হয় চক্ষু দান ।

বড় বিদ্যান হলেও সুবুদ্ধি নেই অনেকের 

 সব জেনেও রয় যারা সদা অজ্ঞান

তাদের ব্যবহার হয় না মার্জিত 

 সন্মানিতও হয় না তারা কদাচন ।

কবি সাহিত্যিকের চিন্তনের পরিধির 

 তল খুঁজে পাওয়াটা সত্যিই বড় ভার ,

একদিন খুঁজে পায় কেবলই তারা 

 কঠোর সাধনা ও ভাবনায় মনন রয় যার।