click on images to know more about the Images
ওমা, তুমি কেমন আছ ?
আবার আমাকে একটি মিথ্যে কথা বলতে হবে !
কেন মা, তুমি এমনটি বলছ!
আমাকে বলতে হবে আমি ভালো আছি।
এটাই হচ্ছে ভদ্রতা, সৌজন্যবোধ !
কিন্তু এই কথাটি আমার কাছে মিথ্যে কথা,
এই মেকি সৌজন্যবোধ আর ভালো লাগে না।
আমি ভালো নেই রে।
কেন মা ?
এক একটি রাজ বদল হয়
আমি আশা নিয়ে বসে থাকি
আমি আরও ভালো থাকব ।
কিন্তু বাস্তবে আমার দুঃখ বেড়েই যায় ।
সেই খেটে খাওয়া মানুষদের কথা ভেবে ।
গাছ কেটে, নদী ভরাট করে আমার কাছের মানুষদের ওরা হত্যা করছে ।
অত্যাচারির অত্যাচার বেড়েই চলেছে
বড়োলোক আরও বড়ো হচ্ছে
গরীব, যারা আমার কাছের মানুষ
যারা পৃথিবীর রক্ষক, ধারক,বাহক
তাঁদের অস্তিত্ব তলানিতে চলে
যাচ্ছে ।
বড়োলোকদের জীবন যাত্রা উন্নত থেকে উন্নততর হচ্ছে ।
গড়ে উঠছে বড় বড় বহুতল, সপিংমল।
বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হচ্ছে কুঁড়েঘর ।
পরিবেশ দুষিত হচ্ছে ,আমি কলুষিত হচ্ছি ।
আমি আর পারছি নারে !
আমাকে তোরা ক্ষমা কর !
অনন্তকাল ধরে তোদের অত্যাচারের ভার বইতে বইতে আমার কোমর ভেঙে গেছে ।
কেউ সাম্যবাদের জিগির তুলছে
আবার কেউ রামরাজত্বের হুংকার দিচ্ছে ।
ধর্মের নামে ,সম্প্রদায়ের নামে , গোষ্ঠীর নামে , খাদ্যাভাসের ভিন্নতায় ,ভাষার কারণে এমন ভেদাভেদ পৃথিবীর আর কোথাও এত প্রকট ,এত বিস্তৃত বলে জানা নেই।
এক জাতি ,এক প্রাণ অথবা বিভেদের মাঝে মিলন মহান কেবল বইয়ের পাতাতেই সীমাবদ্ধ থাকার এমন পরিহাসের তুলনা আর কোথাও মেলে কিনা জানি না ।
রাজমিস্ত্রি কি রাজার মিস্ত্রি ?
না কি মিস্ত্রিদের রাজা ?
তেমনি রাজনীতি কি রাজার নীতি ? নাকি নীতির রাজা?
এই প্রশ্নগুলির সঠিক উত্তর মাঝে মাঝে গুলিয়ে ফেলি ।
তবু মনে হয় রাজা তো সাধারণের অনেক উপরে ।
প্রজারা তার উপর ভরসা করেন ।
বিশ্বাস করেন রাজাই তাদের রক্ষাকর্তা
রাজাই তাদের পথ চলার দিক নির্দেশক ।
অন্যদিকে প্রজার মঙ্গল সাধন
রাজার প্রধান কর্তব্য , দায়িত্ব ও বটে ।
তারপরও আমার ছেলে মেয়েরা অভুক্ত ,অনাহুত ।
কিন্তু মন্দিরে মন্দিরে কত দুধ
, ঘি পুড়িয়ে রাজসূয় যজ্ঞ হচ্ছে।
কত শিশু অপুষ্টিতে ভুগছে ,মরছে---
আমি আর পারছি নারে
আমাকে তোরা ক্ষমা কর ।
কারণ রাজার ঐ জোতদার ,
জমিদার ,মস্তানরা আমার শরীর ক্ষত বিক্ষত করে দিচ্ছে ,
প্রতিদিন রক্ত ঝরছে ,
শিশুদের উপর পাশবিক অত্যাচার হচ্ছে ।
আমাকে তোরা মুক্তি দে আমি মুক্তি চাই।
যদি আমাকে মা বলে ডাকিস
তবে এই মরণ খেলা বন্ধ কর !
আবার গাছ লাগা ,আমার আঙিনা সবুজ করে তোল ,
আবার সেই সবুজ গাছে পাখিরা প্রতিদিন কলরব করুক , গান গাক
ফিরিয়ে দাও আমাকে আমার সেই একান্নবর্তী পরিবার।
Date : 14/04/1918