click on images to know more about the Images
সুর - দেবব্রত রায়
শীতে পিঠা পায়েস ছাড়া নানান খাবার চাই
শাকসবজি রয় সবার আগে যার তুলনা নাই‘।।
শরীর মন হয় হৃষ্টপুষ্ট, হিমেল হাওয়া পেলে
গরমের সেই হাঁসফাঁস থেকে মুক্তি সবার মেলে।
তখন হরেক রকম সব্জি তুলে মন পুড়িয়ে খাই।।
তরুণ মনে দোলা লাগে শীতের পরশ পেলে
বেড়াতে যায় পাড়াপড়শী তখন সদলবলে।।
মন খারাপ রয় না যখন পৌষ পার্বণ আসে ,
থাকলে পাশে মেয়ে জামাই দিন কাটে উল্লাসে।
কেহ দাদুর কোলে বসে খায় যে তার খাবারটাই।।