click on images to know more about the Images
মুক্তিযোদ্ধা
বাবাসাহেব
অস্পৃশ্য সমাজের মুক্তিদূত।
বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে এক ধারালো হাতিয়ার।
জাত ব্যবস্থা ধ্বংসের এক শাণিত তলোয়ার।
বাবসাহেব
সাম্যবাদের পথ প্রদর্শক।
গণতন্ত্র ও মানবতার সর্ব শ্রেষ্ঠ পূজারী।
প্রেম ও করুণার মহান কান্ডারী।
বাবসাহেব
আমৃত্যু জ্ঞানপিপাসু।
ঘাত প্রতিঘাতে উজ্জ্বল এক সংগ্রামী নেতা।
মূলনিবাসী সমাজের এক মহান মুক্তি দাতা।
বাবসাহেব
আপোষহীনতার মূর্ত প্রতীক।
ভারতের বঞ্চিত জনতার মুক্তিযোদ্ধা।
তোমাকে জানাই অন্তর থেকে শ্রদ্ধI।
স্বীকারোক্তি
মনে পড়ে তোমার কথা
সারাটা বিকাল বেলা।
স্মৃতির আকাশে ভেসে ওঠে
নানা রঙের মেলা।
রাতের আঁধার নেমে এলে
ভাবি তোমার কথা।
জীবন থেকে সরিয়ে রাখি
যত কষ্ট ব্যথা।
রাত্রি শেষে ক্লান্ত চোখে
যখন নিদ্রা আসে-
স্বপ্নের দেশে চলে যাই
তোমাকে নিয়ে পাশে।
ধরা তুমি দাওনি আমাকে
তবু দুঃখ নাই।
কারণ আমার মনের গভীরে
তুমি আছো সর্বদাই।