click on images to know more about the Images

খোলা চিঠি

Author: স্বস্তি সরদার ভৌমিক

প্রতিনিয়ত আর্যভূমি বলে কথিত গর্বোদ্ধত ভূখণ্ডে 

হয়ে চলা আদিমবাসী ভূমিপুত্রদের ঘরে 

ধর্ষিতা বোনেদের 

একমাত্র প্রতিবাদী দাদা হিসেবে 

আমি রাবণ রাজার হয়ে, 

তোমাকে পাঠালাম খোলা চিঠি---

ওগো বাবাসাহেব, 

সেদিন তুমি আসো নাই কেন 

তোমার সাম্য দণ্ড সংবিধান হাতে ।

ধর্ষিতা বোনেদের দাদা হিসেবে 

দুষ্কর্মকারীদের শিক্ষা দিতে, 

রাবণকে তাহলে সীতা হরণ করতে হতো না ।

জগতে প্রেম নিবেদন অন্যায় হলে, 

মামির সঙ্গে রাসলীলা মানি কি করে ।

সুর্পনখা!

সে যে দাদার বড় আদরের ধন

পেত তোমার ন্যায় বিচার ।

 

দুশ্চরিত্র কাপুরুষেরা ভয় পায় সম্মুখ সমরে, 

পবনদেব নাম নিয়ে ধর্ষণ করে অঞ্জনাদের,

পিতামহ নাম নিয়ে হরণ করে অম্বাদের,

সখা নামে হরণ করে সুভদ্রাদের ,

দেবরাজ নামে ধর্ষণ করে অহল্যাদের,

পরাশর নামে হরণ করে সত্যবতীদের,

তবুও ওদের অসাম্যের নীতিতে 

ওরাই ভগবান ।

 বাবাসাহেব গো,

তোমার সাম্য দণ্ড হাতে সেদিন থাকলে তুমি 

রাবণের সাথে ওদেরও হতো দহন, 

সুর্পনখারাও পেত সুবিচার ।

  

 

ঘৃণিত দলিত আদিম ভূমিপুত্র 

রক্তে আমাদের সুবিচার।

তবু , সিংহাসন লোভী বিভীষণদের হাতে 

কূট কৌশলে পরাজিত হই।তবুও ....

তুমি বাবাসাহেব বিচার করো--

অ-শোক কাননে রেখে তারে

দিন গুনেছেন নারীর লাঞ্ছনাকারীদের আসার প্রতিক্ষায়---

উচিত শিক্ষা দিতে ।

নাক- কান কাটে নাই

লালসার দৃষ্টিতে স্পর্শও করে নাই,

তাহলে অগ্নি পরীক্ষাতে 

সীতা পারতো না উত্তীর্ণ হতে ।

 

ওরা চরিত্রহীন-- রাখে না নারীর সম্মান!

ওরা নীচ -হীন-- বিশ্বাস করে না স্ত্রী-কন্যার---

তাই তাদের অগ্নি পরীক্ষা নিতে,

গর্ভবতী বনে পাঠাতে,

ভরা সভায় বস্ত্র হরণ করতে,

বুক কাঁপে না।

ওরাই তো সত্যিকারের ভগবান।

 

 

বাবাসাহেব,

আমি চাই আদিবাসীর ঘরে ঘরে

হাজারে কোটিতে

রাবণের মতো দাদারা জন্ম নিক।

তোমার সংবিধানের সাম্যের সুবিচার

না পেলেও যেন

দাদাদের উপর ভরসা করে

রাতে কিংবা দিনে

পথে বেরোতে পারে নিশ্চিন্তে।

না হয় রাবণরাই পরিচিত হবে দুশ্চরিত্র বলে,

না হয় খুন হবে হীন কৌশলে,

তবুও.....

বোনেরা বাঁচবে তো।