click on images to know more about the Images

অবহেলিত গ্রাম

Author: দিবাকর

দু’তিন বছর আগেও যা ছিল ভালো 

আজ সেথায় রাস্তার বেহাল অবস্থা, 

পঞ্চায়েত কর্তৃপক্ষ সবকিছু দেখেও 

 তার করেনি সংস্কার,তাইতো দুরবস্থা । 

খালের উপরে ছিল বাঁশের সাঁকো 

তা হয়েছে আজ কাঠের তৈরী পুল 

পাকা ব্রিজ তৈরি না করে সেথায়  

কেউবা পকেটে ঢোকায় অর্থ বিপুল। 

সত্তর আশি বছরের পুরনো গ্রাম 

 আজও তার হয়নি তেমন উন্নতি, 

গ্রামে কিছু শিক্ষিত লোকের বাস হলেও 

বেশিরভাগ অশিক্ষিত লোকের বসতি। 

কেউবা চায়না অন্যের ভালোবাসা পেতে 

 নিজের আখের গোছাতে সদা ব্যস্ত রয়,

অন্যের তাতে হোক না যতই ক্ষতি 

চায় নিজের পরিজনদেরই হোক জয়। 

কাটোয়ার অদূরে সেই নিকৃষ্ট গ্রাম

বিধানপল্লী -২ বলে রাখা সুন্দর নাম, 

বর্ষাকালে পায়ে হেঁটে যেতে সেথায় 

 ঝরে পড়ে অনেকেরই পায়ে মাথার ঘাম। 

গ্রামের এক কোণে অবৈতনিক বিদ্যালয় 

 সেথায় শিক্ষকগণ আসেন বহুদূর থেকে,

সেখানে যাওয়ার রাস্তা ভালো নয় বলে  

 সদা কষ্ট করই যায় সবাই একেবেঁকে।

শিশুদের পড়াশুনা হয় বেশ ভালো  

শিক্ষকগণ পড়ান তাদেরকে মন দিয়ে, 

মন প্রাণ ভরে গ্রামবাসীদের ব্যবহারে  

দেখেছিলাম আমি সেই গ্রামে গিয়ে। ।