click on images to know more about the Images

জয় বাবাসাহেব ড.আম্বেদকরের জয়

Author: স্বস্তি সরদার ভৌমিক

পঞ্চাননবাবু বিয়াল্লিশে চাকরি পেয়েছেন ।

ঢাকঢোল নিয়ে তাই নাচতে নেমেছেন।

অবাক কাণ্ড! ভোরের বেলায় নির্জন পথের মাঝে- 

শোরগোল কিসের বাঁধে! জানতে যাই কাছে ।

' মাস্টার মশাই, কি হয়েছে? আনন্দ কিসে? '

বলেন আমায়, " মারে আমার এই গত মাসে

চাকরি পেলাম শেষ বয়সে স্কুল সার্ভিসে,

জয়েন দিলাম তোমাদের এই গ্রামেতে এসে ।"

হেসে বলি,' ভালো খবর '। তাঁর আরো কাছে 

ঘেঁষে বলি, ' কিন্তু স্যার;ঢাকঢোলের কি আছে, 

সুস্থ জীবন যাপন করুন, অতীব দুঃখ মুছে ।'

" মা রে আমার, বলি তোমার, ঠাকুর দিয়েছে,

গুরু আমার কৃপা করে চাকরি দিয়েছে।

বিপদহারি মধুসূদন দুঃখ হরেছে ।"

অবাক হলাম কথা শুনে! ' ঠাকুর কিসে? 

বললেন না,চাকরি পেলেন শেষ বয়সে? 

বিয়াল্লিশ/ তেতাল্লিশ বয়স আপনার দেখে মনে হয়, 

এই বয়সে চাকরি, বলুন, জেনারেল রা পায়?

ঠাকুর কি কেবল আপনার একার,তাঁদের ঠাকুর নয়? 

তাঁরা কেন এই বয়সে চাকরি না পায়? '

প্রশ্ন শুনে খানিক থেমে বলেন আমার কাছে, 

" আমি তো মা সিডিউল্ড কাস্ট, সার্টিফিকেট আছে।"

' সেটাই বলুন ; শিক্ষক আপনি, সমাজের মাঝে  

ভুল বার্তা ছড়ানো কি আপনার সাজে !

বলুন, 'জয় বাবাসাহেব ড.আম্বেদকরের জয় '

তোমার কৃপায় বুড়ো বয়সে চাকরি আমার হয়।'