click on images to know more about the Images
আলোর পরশ পেলে আমি
গাইবো কুহূ তানে,
ভোরের বাতাস ছুইয়ে দেবো
তোমার কোমল প্রাণে।
দেখবো আমি কোথায় আছে
আমার প্রিয় যারা,
আশ্রয় হয়ে থাকবো আমি
ধন্য হবে ধরা।
কোকিল সুরে ডাকবো আমি
রাখবো হৃদয় জুড়ে,
আসবে জানি আপন মনে
থাকুক যতোই দূরে।
চিনতে যদি না পারি তার
চলন-বলন দেখে,
নতুন নামে ডাকবো তাকে
আপন মনে রেখে।
হয় যদি সে সুজন সাথী
থাকবে আমার পাশে,
সকল কাজে অংশ নেবে
অনেক ভালোবেসে।
জংলী পাখির আশ্রয় যেমন
বন-বাদারের বাসা,
রাখবো ভালো বসুন্ধরা
এই টুকু মোর আশা।
রচনা কাল--09/12/2021