click on images to know more about the Images

আকাশ

Author: মৌসমি টিকাদার

আকাশ তুমি বড়ো বিচিত্রবান। 

বিভিন্ন বর্ণে হও সৌন্দর্যবান।

কখনো তুমি নীলাভেই শ্রেষ্ঠ। 

করো মনুষ্য জগতকে আকৃষ্ট। 

কখনো বা মৃদু রক্তাক্ত হও। 

সিন্দুরে মেঘ বলে অ্যাখা পাও।

তোমার গায়ে ভেসে ওঠে রামধনু।

সপ্তরং একই সঙ্গে জানু।

আকাশ তোমাকে বড়ো দৃশ্যমান লাগে।

তোমাকে দেখার মুগ্ধতাই সবার আগে।

কখনো তোমায় হালকা ফিকে দেখায়।

তোমারি রঙে গোটা উদ্ভিদ জগৎ রাঙা হয় ।

 

 

পুরো বিশ্বজুড়ে তোমার বিস্তার।

তোমাকে ছাড়া নেই কারো নিস্তার। 

কখনো তুমি মেঘে হও কালো ।

বিদ্যুতের ঝলকানিতে জ্বালিয়ে দা ও আলো।

কখনো বা তীব্র গর্জন করো।

এই বুঝি শিলাবৃষ্টি নিয়ে পড়ো।

আকাশ কী যে তোমার মাধূর্য।

শতবার তাকালেও হবোনা অধৈর্য্য।

কী সুন্দর তোমার শোভা।

হৃদয় জুড়ানো মনস্পর্শী আভা।

আকাশ তুমি শান্তির প্রতীক। 

খোলা আকাশের নীচে বসে যখন কেউ তাকায় তোমার দিক।

 

 

আকাশ তুমি একতার সুর।

একই আকাশের নীচে সব মৃত্তিকার পুর।

এক অসীম শক্তির তুমি জোয়ার। 

তোমার বর্ণনার ভাষা খুঁজে না পাওয়ার।

তোমারি গায়ে ভেসে ওঠে হাজার হাজার তারা।

মিট মিট করে আলো দেয় যারা।

তোমাকে ভেদ করেই রবি-শশীর আগমন।

ছড়িয়ে দেও সোনালী বর্ণ চতুর্দিক তখন।

তুমিই বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ উদাহরণ। 

 আকাশ কখনো তুমি আকাশী।

নামের সাথে মিলিয়েই বাজালে বাঁশি।