click on images to know more about the Images

এলোমেলো

Author: পিংকি বাগচী

 সবচেয়ে তৃপ্ত হৃদয় হলো আমার "মা" । 

বুকে এক আকাশ বেদনা চেপে দীর্ঘশ্বাসের ঢেউ এ সারাজীবন জোয়ার ভাটার মোহনায় আবদ্ধ থাকে। 

সমস্ত দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা, চেপে, দুটি চোখে গভীর অদ্ভুত এক কঠিন ব্যাকরণ নিয়ে সে প্রতি নিয়ত যুদ্ধ করে চলেছে সমাজের সাথে। 

সবচেয়ে কঠিন ব্যাকরণ হলো আমার "বাবা"। 

প্রাচীন কাল থেকেই পুরুষেরা যোদ্ধার জাত হলেও, " মা"-ই পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা। 

সবচেয়ে নিস্তব্ধ কান্না আমার বোন

বিছুটি হলেও কাউকে কিছু বুঝতে দেয় না। 

সবচেয়ে বিকৃত মুখ এবং চেহারা তা হলো "আমারই " ! 

একটু নিরিবিলি হলে বা কখনো আকাশের নীচে একা বসে নিজেকে নিয়ে ভেবেছি। 

এখনো চোখে সেই ঘোর লাগে মুহূর্তে!

 মুহূর্তেই সেই আচ্ছন্নতায় ছুঁয়ে যায় আমার হৃদয়। 

মনে হয় কোনো নদী, ঘন সাদা-কালো মেঘ একঘেয়ে ব্রীজ হয়ে চলে গেছে আমার বুকের ওপর দিয়ে। মনে হয় দশ্যিদামাল বৃষ্টি পাড় ভেঙ্গে হোগলার বন গেছে তলিয়ে।