click on images to know more about the Images

জননী

Author: বিকাশ চন্দ্ৰ বিশ্বাস

মাকে আমি ভালোবসি

যতই থাক সে রেগে,

মাকে ছেড়ে তাই কোথাও 

চাই না যেতে ভেগে ।

মা আমার সুখ দুঃখ 

আলো হাসি গান,

মায়ের মুখের হাসি আমার 

জুড়ায় তাপিত প্রাণ ।

মায়ের দুঃখে কাঁদি আমি 

মায়ের সুখে হাসি,

মায়ের হাতের রান্না আমি 

খেতে ভাল বাসি ।

পড়াশুনা কতই তো হয়

আজকে না হয় থাক,

হাসি মজায় আজকে শুধু 

দিনটি কেটে যাক ।

মা রেগে কয় দূর বোকা তুই

জ্বালাস নে আর অত,

পড়া শুনায় মন না দিলে

দুঃখ শত শত।

পড়তে ভাল লাগে না

বরং , খেলতে মজা পাই,

তাই সারাদিন পাখির মতন

উড়তে সদা চাই ।

ধমক দিয়ে মা রেগে কয়

রান্না বন্ধ হবে,

খালি পেটে রবে তুমি 

কেমন মজা হবে ।

ছোট্ট খুকি ভয় পেয়ে কয়

তা হবে না তা হবে না ,

আমি তোমার ছোট্ট খুকি 

তুমি আমার মা ।

 

24/06/2023 শনিবার