click on images to know more about the Images

জমি, জল ও জঙ্গল

Author: এ্যাড: বাবুল রবি দাস

জমি জল ও জঙ্গল সবই তো আনে মঙ্গল, সকলের বাঁচায় প্রাণ স্পন্দন।
জমি ,জল ও জঙ্গল মূল সম্পদ নাই যার কোন অপবাদ ,সবই প্রকৃতির দান ।
পৃথিবীর সৃষ্টি হতে প্রাণীজগৎ এই নিয়ে সাথে নাই অন্য কোন উপায়,
জমিতে আবাদ করে জল ঢালে তার উপরে আশ্রয় নেয় হেথায় ।
আদিবাসীরা পাহাড় ও জঙ্গল কেটে পরিষ্কার করে ওর উপর ফসল ফলায় প্রাণভরে,
বাঘের সাথে সাপের সাথে লড়াই করে বিষাক্ত জীব জন্তুকে তোয়াক্কা না করে তারা ফসল ফলায় ও চাষাবাদ করে মনের মতন করে।
সেই আদিবাসীরা আজ ভূমিহারা হয়েছে যেন তারা পাগল পাড়া ভূমিদস্যুরা গ্রাস করেছে সকল
দুষ্কৃতিকারী ভূমিখোর তারা সাধু বেশে পাকা চোর অন্যায় ভাবে করেছে সব দখল।
বিষাক্ত বর্জ্য ফেলার ফলে পানি দূষিত হচ্ছে পলে পলে মাছের আবাদ হয়েছে বন্ধ,
মৎস্যজীবী যারা হয়েছে বুদ্ধি হারা চোখ থাকিতেও কর্তৃপক্ষ যারা হয়েছে তারা অন্ধ।
বিষাক্ত পানিতে মাছ নাই শামুক নাই, আনন্দে যারা করত ডাকাডাকি নৃত্য,
প্রাণীর বৈচিত্রের নাই কোনো বালাই প্রাণীকুল কোথা পাবে ঠাঁই সমস্যাগুলি একেবারে সত্য।
জঙ্গলেই মঙ্গল আছে যত বলে সব জ্ঞানীগুণীরা আদিকালের মানুষ আশ্রয় নিত তথায়,
প্রাণী সকলের অভয় স্থল সেথায় আছে জমি ,জল, জঙ্গল রক্ষা পায় প্রাণীকুল সেথায়।।