click on images to know more about the Images

১৯৪৭ সাল

Author: তরুণ কুমার মণ্ডল

১৯৪৭ সালের গমগমে রাত - !

ব্রিটিশের হাতে লাঞ্ছিত হতে, যায় নি কেউ বাদ!

ব্রিটিশ বাহিনীর জোরদার বুটের শব্দ 

হয়ে আসে মানুষের দম বন্ধ।

মনে হয় - 

            ক্ষ্যাপা কুকুর এরা!

             ক্লান্ত হয়ে এবার দেবে ধরা।

ছুটে যায় প্রান্তর থেকে প্রান্তর, 

শহর থেকে শহরে গ্রাম থেকে গ্রামান্তর।

আকাশ বাতাস বারুদের গন্ধে ভরা।

সে গন্ধে ধরিত্রী হল জরা!

শুকনো নালায় ডাকিল রক্তের কালো বান

১৯৪৭ সাল - 

 ভারতবাসীকে তুলে দিল দুঃখের বড় দান!

প্রতি ঘরে ঘরে কান্নার রোল,

ব্রিটিশ বাজালো উচ্ছ্বাসের ঢোল।

 

১৯৪৭ সাল,

নিশুতি রাতে নিঝুম কলকাতা,

             মানুষের মনে একটাই স্বপ্ন -

             কবে ভারতের বুকে আসবে নতুন বিধাতা।

হায়রে কলকাতা! - 

               মাথায় ধরা দায় ছাতা।

কোথাও পথে পথে আন্দোলন

                 কোথাও বা একাকী নির্জন!

কোথাও ছোড়ে গুলি,

                ছোড়ে মিসাইল!

আকাশের মাঝে ঝাঁকে ঝাঁকে -

                 উড়ে যায় শকুন চিল!

কখনো ডাকে দাঁড়কাক   

                  কখনো আসে মানবের মাঝে পিশাচ।

আবার শোনা যায় বুলেটের গুলি!

                   পথ পাশে দেখা যায়,

                                  মৃতদেহ আছে ঝুলি।

১৯৪৭ সাল, এক নির্মম দৃশ্য,

                   দেখিয়া চমকে উঠিল সারা বিশ্ব!

কারো হল দ্বীপান্তর,

                     কারো হল ফাঁসি!

কেউ থাকে বিষণ্ণতায়-

   কেউ হাসিয়া কহিল বন্ধু এবার বিদায়,এবার আসি!

১৯৪৭ সাল, 

          এক নির্মম ইতিহাস- 

          রচনা করিতে পারেনি যা বাল্মিকী কৃত্তিবাস।

          আকাশ বাতাস সর্বত্রই লালে লাল।

          ভারত ভূমিতে ব্রিটিশ ধরেছিল শক্ত করে হাল

ভয়াবহ ১৯৪৭ সাল, 

          বাংলা তথা সারা বিশ্ব হলো বে-হাল !

           সোনার ফসলের পরিবর্তে - 

                        বোনা হলো মাটিতে রক্তের বীজ!

 ব্রিটিশ এর প্ররোচনায় ভারতের মাটি হল সিজ

 সোনার ফসলের মাটি হলো ছড়াছড়ি

 এই মাটির বুকে যত মৃত দেহ দিল গড়াগড়ি!

 ব্রিটিশ দাগিলো গোলা, দাগিল কামান।

 পবিত্র ভারত ভূমি করিল শেষে 

                          কেটে খান খান।