click on images to know more about the Images
সেই ডাক্তারবাবু বড়ই ভালো
নাম তার শ্রী সৌমেন বিশ্বাস ,
কে যাবে কখন এ ধরা ছেড়ে
কেউ দেয় না তার আশ্বাস।
তিনি স্বযত্নে করেন চিকিৎসা
তাই এত যশ, সুনাম তার,
ভালো চিকিৎসক হওয়া সত্ত্বেও
একদিন হলেন করোনার শিকার।
করেছেন কিছু সেই রোগী ভালো
তাদের যেন তিনি নয়নের তারা,
হাসপাতালে নিলে তখনই তাদের
অনেকেই অযত্নে যেতেন মারা।
রোগ দেখেই হয় রোগী সুস্থ
ডাক্তারের ডিগ্রী দেখে তা নয়
ডাক্তার বিশ্বাস এতই ভালো
তাকে দেখাতে কেউ না পায় ভয়।
গরীব দুঃখী আসে যত রোগী
তিনি যেন সদা সবারই বন্ধু ,
অল্প অল্প খ্যাতি লাভ করেই
একদিন গড়ে ওঠে এক মহাসিন্ধু।