click on images to know more about the Images
প্রবেশ শুক্লা মুতে দেছে আদিবাসীর মাথায়,
রাগ কোরোনা মূলনিবাসী এ সব তুচ্ছ কথায়।
শাস্ত্র মানো তুমি আর বামন ডাকো ঘরে
পূজা- পাঠে দেহ-মনের শান্তি পাবার তরে।
শাস্ত্রই তো শেখায় ওদের করতে তোমায় ঘৃণা,
একলব্যের আঙুল কাটতে, শম্বুক হত্যায় দেয় প্ররোচনা ।
প্রবেশ শুক্লার জন্ম যেদিন হল বামন ঘরে,
বাবা-মা,আত্মীয়- বন্ধু পরম আদর করে
শিখিয়ে দিল,-- " নিজের জাতিই গুণমানে শ্রেষ্ঠ ।
বাকি সবাই ইতর,ছোট, গুণহীন নিকৃষ্ট ।
পায়ের চটি পায়েই রেখো,মাথায় তুলতে নাই,
নিজের জাতকে উঁচু রাখতে এসব করা চাই ।
শূদ্র বাড়ি যাবে তুমি করতে ধর্ম ব্যবসা,
কথা বেচে লুটবে টাকা দিয়ে নানান নক্সা ।
তবু যদি দেখ তোমার ঝোলা ভরে নাই,
অভিশাপ দিও ওদের যা খুশি তাই ।
এক আসনে, বসতে পাশে ভুলেও দেবে না,
ওদের হাতের রান্না খাবার ভুলেও খাবে না,
ওদের ছোঁয়া নিতেও ঘৃণা প্রকাশ করবে,
প্রয়োজনে নিজের পা-টা ওদের মাথায় দেবে ।
ভাবে গদগদ ওরা মানবে তুমি পণ্ডিত,
জোড়হস্ত তোমার সেবা করবে যথাবিহিত ।
মানুষ কি ওরা হয় কখনো, জানোয়ারের দল,
মোতো, মারো, ধর্ম ভয়েই ওরা হীন বল।
যুক্তিবাদের কথা যদি কেউ বা করে বসে,
ওদের-ওদের লড়িয়ে দিয়ে মজা দেখো শেষে ।"
এতক্ষণে বুঝেছ কি আদিমবাসী ভাই!
বামন ডাকা ও শাস্ত্র মানা তোমার উচিত নয় ।
শাস্ত্র এবং বামন তোমায় করে সদাই হেয়।
বোকার মতোই ভাবছ তুমি শাস্ত্র- বামন শ্রেয়।
তোমার মাথায় মোতা ওদের পূণ্যকর্ম ছিল,
তাই "অখিল ভারতীয় ব্রাহ্মণ সভা" পুরস্কার দিল।
যদি তাদের শ্রেয়ই মানো,কোরো না আর দুঃখ,
তোমার মাথায় মুতে দেওয়াই ওদের কার্য-মূখ্য।
06/07/2023