click on images to know more about the Images

অপশাসন

Author: নৃপেন্দ্রনাথ মণ্ডল

লক্ষ বীরের রক্ত দিয়ে 

              পেলাম নাকি স্বাধীনতা 

এখন দেখি কিশোর ক্ষুদির

               ফাঁসি হয়ে গেল বৃথা 

 

ভোট যায় ভোট আসে

           মিথ‍্যা প্রতিশ্রুতির ফুল ঝুরি

ক্ষমতায় গিয়ে নেতা মন্ত্রী

           ফ্ল‍্যাটে টাকা রাখে লরি লরি

 

কয়লা বালি পাথর খাদান

            নেতা মন্ত্রীর সব খপ্পরে 

গরীব জনগণ খবরে শুনে

           জিব কেটে লজ্জায় যে মরে

 

ডি এ মারে চাকরি মারে 

           অযোগ‍্যদের মাথায় নেয় তুলে

ভোট এলেই ধর্মের শুড়শুড়ি 

          ধর্মান্ধ জনগণ তাতেই যায় ভুলে

 

ধর্মে অনুদান দেখিনিতো কভু

            মা বোনেরা হাত খরচের নেশায়

দেশ গড়ার ভোট খানি যে 

        রাঘব বোয়ালদের হাতে গোছায়

 

চোরের মায়ের বড় গলা 

        ঋণের জ্বরে গরীবের হাসফাস

আজব দেশ তদন্ত চলতেই থাকে

        তদন্তের হয়না কোনো দিন শেষ

 

রাস্তায় রাস্তায় লাঠির উন্নয়নে 

          দেশ দুঃখের জোয়ারে ভাসে

 চলছে শুধুই ধর্মের তোষণ 

      ভাতের লড়াই মুখ ঘুরিয়ে হাসে

 

জাত আগে না ভাত আগে 

         ধর্মান্ধরা ভাবছে নাতো কেহু  

ধর্মের জ্বর গায়ে নিয়ে 

         ন‍েতা মন্ত্রীদের ভাবে প্রভু 

 

শিক্ষাটাকে শেষ করতে পারলে 

          জনগণের অধিকার যায় চলে 

সমাজ বিজ্ঞানের ভাবনা ভুলে

       অপশাসনের নৌকা চলে পাল তুলে