click on images to know more about the Images

রায়সাহেব পঞ্চানন বর্মা

Author: নির্মলেন্দু বিশ্বাস

মাতা তোমার চম্পলা, পিতা মোক্তার খোসাল

জন্মনিলে১৮৬৬, মৃত্যু ১৯৩৫ সাল। 

কোচবিহারের রাজার মতো তোমাকে করি সম্মান

ইংরেজ সরকার তোমাকে দিলেন"রায় সাহেব"উপাধি দান। 

 

আইনজীবীর গাউন পরে আদালতে প্রথম করলে প্রবেশ

বর্ণবাদীদের সহ্য হয়নি, তোমার পরিহিত এই সুবেশ। 

শিক্ষিত করে, সংগঠিত করে, সমাজকে দিলে অভয়

সব বাধা পেরিয়ে তিনবার জয়ী আইন সভায়। 

 

ব্যাঙ্ক, পত্রিকা, সাহিত্য পরিষদ, ছাত্রাবাস, শিক্ষা প্রতিষ্ঠান

পিছিয়ে রাখা সমাজের উন্নতির লাগি তোমার অবদান।

তোমার নামাঙ্কিত পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়

উত্তরের অন্ধকার সরিয়ে আলোয় আলোকময়। 

 

রাজবংশী জাতির জনক তুমি হে নিবেদিত প্রাণ

তোমায় স্মরণ করে উচ্চ কন্ঠে গাহি তোমার জয়গান।