click on images to know more about the Images
স্বামী- সন্তান বাঘের পেটে গেছে সোঁদরবনে,
তাই গুড়িপিসি পাড়া বুলোয় খাদ্য অন্বেষণে।
গুড়িপিসি বয়স ভারে কুঁজো হয়ে চলে ।
সবার সাথে হাসি মুখে ধর্মকথা বলে, ----
" জীবন- মরণ তাঁরই হাতে, তিনিই রক্ষাকর্তা,
রাখে হরি মারে কে? এটাই চরম বার্তা ।
জীব দিয়েছেন যিনি, আহার জোগান তিনি ।
ধর্মকথা, শাস্ত্রকথা সত্য সনাতনী ।"
পাড়ার যত ফিচেল ছেলে লাগে পিসির পিছে -----
" কথাগুলো তুমি পিসি কওনি মোটেই মিছে,
তবে, যখন দাদা- পিসে মশাইকে বাঘে খেয়ে নিলে,
কেন বাঘের চোদ্দ গুষ্টিকে গাল দিয়েছিলে?
তখন কেন বলনি পিসি, ভগবানেই নিল।
বাঘের মোটেই দোষ নেই, এটাই হওয়ার ছিল ।
জীবন দানে আহার যদি ভগবানেই দেবে,
লোকের দ্বারে তবে তুমি ভিক্ষা কেন নেবে?
ঘরে বসেই কায়-মনে ভগবানকে ডাকো।
তাঁর থেকেই যত্ত খুশি খাবার খেতে থাকো।
কতখানি বয়স তোমার চলতে কষ্ট হয়,
এ কথাটা ভগবানের বোঝা উচিত নিশ্চয়।