click on images to know more about the Images
সহজ হাসির টানে জীবনের প্রয়োজনে
ছন্দে পা ফেলে চলা কবিতা ।
পারুল পলাশ বনে। ভ্রমরের গুঞ্জনে
হৃদয়ের ডাক, সে তো কবিতা ।
দুঃখ বেদনা যত শ্রাবণ ধারার মত
ঝর-ঝর-ঝর ঝরা কবিতা ।
শান্ত পূবালী বায় নবোদিত সবিতায়
প্রথম প্রকাশ তব কবিতা ।
মধুর মেদুর হাসি মেঘে ঢাকা শিশু শশী
তাহার খেলার সাথী কবিতা ।
উতল ফাগুন দিনে কুহু- কুহু-কুহু তানে
তোমারই জয়ধ্বনি কবিতা ।
সঘন গহন ঘন নিদারুণ নিরজন
গভীর দুঃখরাশি কবিতা ।
সরসীর শতদলে মৃদু মৃদু মৃদু দুলে
প্রাণের পরশ ঢালো কবিতা ।
গোপন প্রিয়ার চিঠি হৃদয় দুলিয়া উঠি
প্রথম পিরীতি, তুমি কবিতা ।
সহস্র দুখের রাশি হৃদয় ফেলিছে গ্রাসি
জীবন সহজ, পাঠে কবিতা ।
পতির পরম প্রিয়া জ্বালিয়ে সহস্র দিয়া
করুণা কিরণ যাচো কবিতা ।
জীবন গোলক ধাঁধাঁ সকলই ছন্দে বাঁধা
ধরনী বিশাল এক কবিতা ।
অলস লেখনী তায় সগর্বে পুকারি কয়
সরস সহজ সাথী কবিতা ।