click on images to know more about the Images

যন্ত্র মানব

Author: বাপ্পাদিত্য মন্ডল

যন্ত্রের শহরে বেঁধেছি বাসা, 

যন্ত্রসম আজ হৃদয়। 

কিসের সহানুভূতি! কিসের মানবতা! 

সবকিছুকে দিয়েছি বিদায়। 

নেই কোনো দুঃখ, নেই কোনো যন্ত্রনা, নেই কোনো প্রতিবাদ, 

আছে শুধু রক্তমাখা হিংস্র আঘাত। 

 

গণতন্ত্র যেথায় বোমা বিধ্বস্ত

নারী উলঙ্গ হয় রাস্তায়। 

জ্বলতে থাকে কত গরিবের বাড়ি, অথবা রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি।

আমি যন্ত্রের মতো শুধু দাঁড়িয়ে, সব অনুভূতি হারিয়ে, 

দিয়ে চলেছি করতালি, জয়ধ্বনি, 

এ কেমন জয়, তা চির অজানা!