click on images to know more about the Images
ময়নাগুড়ির বোটপাট্টির অদূরে
সবুজের আবহে সমাদৃত খট্টিমারি,
তারই পাশে প্রাচীন সুন্দর গ্রাম
বাঁশঝাড়ে সজ্জিত, সেই শিবাইবাড়ী।
সবুজ বনানী ঘেরা মাঠে ও জঙ্গলে
হরেক ফুল ও ফলে ভরা চারিধার ,
তারই রূপে প্রকৃতি প্রেমীদের মন
আনন্দে ভরে ওঠে যেন বার বার।
হরেক রকম বাঁশের মাঝে দেখি
মাখলা নামে এক নতুন প্রজাতি,
তাতে তৈরি জিনিস কাটে না ঘুনে
তাইতো শুনি তার এত সুখ্যাতি।
তল্লা বাঁশের ঝুড়ি, কুলা বানিয়েও
গাঁয়ের কিছু মানুষ সুখে কাটায়
মিলেমিশে বাস করে তারা
আতিথেয়তা ভরা ভালোবাসায়।
মাঠে মাঠে প্রচুর ভুট্টার চাষ হয়
কিছু জমিতে ফলে ঝাল কাঁচালঙ্কা,
এলাকার মানুষজন এতই সরল
তাদের আচরণে নেই তেমন শঙ্কা।
স্বনামধন্য কিছু ব্যক্তির একদিন
এই গ্রামেতেই জন্ম ও মৃত্যু হয়,
মহামানব সেই পঞ্চানন বর্মণের
উত্তরসূরিদের পাওয়া যায় পরিচয়।
রাস্তার একদিকে সুন্দর বাড়ীঘর
অন্যদিকে প্রচুর চাষের উর্বর জমি,
সবুজের আবেশ তার ভরায় দু'নয়ন
তাইতো বারে বারে আমি তারে নমি।।