click on images to know more about the Images
নিজেরা হও রাজা
গণতন্ত্রের কিছু নেই অবশিষ্ট
ধনীরা করছে গরিবকে পদপিষ্ট.
গাও আজ সবে বাবা সাহেবের মন্ত্র
বাঁচুক স্বদেশে, স্বাধীনতা, গণতন্ত্র।
প্রজাতন্রে গণদেবতাই রাজা
তবে কেন তারা পায় নিদারুন সাজা?
সেই স্বাধীনতা লাগে বলো কোন কাজে
মানুষ যেখানে কাঁটার মুকুটে সাজে!
গণশত্রুকে বানাই আমরা নেতা,
আমরা পণ্য, ওরা হয় ক্রেতা -বিক্রেতা।
যুদ্ধ -পতাকা তুলে নাও নিজ হাতে
মুক্তির গান গাও সবে একসাথে।
হীন -পশুদের ক্ষমতা করব শূন্য
দেশের মাটিকে আমরা করবো পুণ্য।
এস প্রকৃতি মাতার মূর্তি গড়ি
প্রকৃতি মায়ের কোলে
থাকি সব দুঃখ ভুলে,
প্রকৃতি দিয়েছে দেহ
তা-ই সত্য মন-গৃহ !
থাকতে প্রকৃতি 'মা'
কেন ডাকি উমা উমা?
মূর্খতা, রক্তপায়ী দেব-দেবী পূজা...
শুরু হোক পূজনীয় প্রকৃতিকে খোঁজা।
প্রকৃতি মায়ের মূর্তি গড়ি
এস তারই পূজা করি।
প্রকৃতির উৎসবে মুছে যাক বঞ্চনার খেদ
মুছে যাক পৃথিবীর যাবতীয় অসাম্য বিভেদI