click on images to know more about the Images

দলিতরাই মূলনিবাসী

Author: দিবাকর

             রাস্তার আশেপাশে বসতি যাদের    

     জেনেও জানে না তারা কারা ?   

    শোষিত হয় প্রায়ই মূলনিবাসী   

     আধপেটা খেয়ে অনেকে সর্বহারা I 

    মাঠে ঘাটে খেটে মরে তাইতো কেহ   

     পায় না দু’বেলা খেতে তারা ভাত , 

    কেউবা পেটের দায়ে দাসত্ব করে  

     নিষ্পেষিত হয় সারাটা দিন রাত I

শুধু এটাই জানে ওরা কৃষিকাজে   

ফলাবে যত সব সোনার ফসল ,

তার সিংহভাগ নেবে বৈশ্যরা কিনে    

 সর্বোত্তমটা নেয় আজও শোষকদল । 

    তারা পারে না শরীরের যত্ন নিতে 

     পরিমিত টাকা- কড়ির অভাবে 

    গায়ে দামী পোশাক না থাকলেও 

     আজও খাঁটি রয়েছে স্বভাবে।  

    বাস্তুভিটা থাক বা না থাক 

     তারা এই ভারতের মূলনিবাসী 

    পনেরোর মধ্যে তিন ভাগ যারা 

     তারাই তো আর্য এবং বিদেশী।

    মুন্ডা, সোরেন,ওরাওঁ , অসুর   

     আজও কারো কারো এই সব পদবি 

    পরাক্রমশালী অসুর ও ওই দলে  

     মিথ্যা যত দেখ সব দেব দেবী ।

    করেছে কয়েক হাজার উপজাতিতে ভাগ  

     অনেকেই রাখে না তার কোনো হিসাব 

    শোষিতেরা জানলে নিজেদের ইতিহাস      

     তবেই তো দিতে পারবে যোগ্য জবাব।