click on images to know more about the Images
জীবন- মরণ, ভাঙা- গড়া নয়তো এ সব সৃষ্টিছাড়া
ভাবি নির্জনে ---
মরণ যদি না-ই থাকে, জগত মাঝে জীবনটাকে
বুঝবো কেমনে?
তাই তো জীবন চির নূতন, মরণ- ই তার করে যতন
গড়েছে আপন হাতে ।
ভাঙল বলে একটি গেলাস, তাই বলে কি মিটেনা পিয়াস
অন্য আর এক পাতে?
তবে মিছে কেন ভরাস আঁখি, জীবন কারো দেয় না ফাঁকি,
নয়ন মুছে দেখরে বিশ্ব মাঝে, ---
পুরাতনে ত্যাজিয়া মন, সৃষ্টি লাগি আপনি মগন
প্রকৃতি তার নিত্য সকল কাজে ।
চলতে যেমন আঁধার রাতে আলোর দিশা চাই যে সাথে,
জীবন তেমন মরণ তরে বাঁধা ।
এসেছি, তাই যেতে হবে, কাঁদবি বসে আর কি তবে?
জীবন- মরণ একই বীনায় সাধা।