click on images to know more about the Images

পথ চলা

Author: জয়ীতা সরকার

দুই ধারেতে গাছের সারি    

      মাঝে আঁকাবাঁকা পথে, 

একা চলার সময় প্রাকৃতিক

         বৈচিত্র্য থাকতো সাথে।

 আশেপাশের মাঠে ফলতো

      অনেক রকমারি ফসল, 

তাহার পাশে করতো খেলা

          ছেলেমেয়ে দের দল ।

 পথের সাথে তাল মিলানো 

          নদীর স্বচ্ছ ঝিকিমিকি জলে

পদ্ম,শালুক ফুল ভেসে যেত

         মাছেরা করত খেলা তার তলে

পথের পাশের বন হতে

         উঠতো শেয়ালের হাক, 

কিচিরমিচির করে যেত

        রঙিন পাখিদের ঝাঁক।সু

মধুর গীত যে আসে

   গাছের আড়াল থেকে, 

পথের চারিপাশের বায়ু

      উঠত ফুলের সুভাষ মেখে।

 সেই পথেই চলতে চলতে দেখি

         এখন যাচ্ছে বদলে সব, 

   হারিয়ে যাচ্ছে গাছের সারি 

             নানা পাখির কলরব।

    রুক্ষ জমি ঝলসানো ফসল 

          রসায়নিক সারের দান, 

নিচ্ছে কেড়ে প্রাণময় খেলাধুলা

         সেই ছোট্ট মোবাইল যান।

     নদী যেথায় ছিল সেথায় 

              আছে ঠিক, কিন্তু

      পদ্ম কচুরি নয় এখন যে

          যাচ্ছে ভেসে প্লাস্টিক। 

    লোভী প্রাণীরা কাটছে বন

           সামান্য অর্থের জন্য , 

      পশু পাখি মেরে দিয়ে 

           বানাচ্ছে তাদের পণ্য।

     শুধু প্রকৃতি নয় মরছে 

          স্বাধীন মনোভাবের শাখা, 

    তাইতো একার পথচলা 

         যে এখন একদম একা।