click on images to know more about the Images

রাখী পূর্ণিমা

Author: স্বস্তি সরদার ভৌমিক

 

 

                                   এসো এসো প্রিয়জন,

এসো গো হেথায় হৃদের ব্যথায় ব্যথাতুর সব জন ।

এসো নাবালক,এসো সাবালক,এসো সবে ত্বরা করি

পূণ্য তিথির পূণ্য লগ্নে মিলনের হাত ধরি।

ধনীর পিছনে নির্ধন কেন? এসো একই পথ বাহি

মিলন তীর্থে মিলন বাসরে সাম্যের গান গাহি ।

নির্ভয়ে যত ভয়- ডরহীন এসো এসো নির্দয়, 

এসো সকরুণ অকরুণও এসো,বৃথা তব সংশয় ।

এসো গৈরিক, এসো সংযমী, এসো গো অচঞ্চল, 

এসো অবাধ্য চঞ্চল যত উদ্দাম উচ্ছল ।

এসো ভাঙি আছে যত ভেদাভেদ, 

বর্ণে - ধর্মে জাতিতে বিভেদ।

এসো সবে হেথা ভগিনী যে ডাকে,

মিলন লগনে কে বা দূরে থাকে,

বোনের পরশে ভায়ের স্নেহে আজিকে পূবালী বায় 

আমরা রচিব মহান ভারত রাখী পূর্ণিমায়।