click on images to know more about the Images

শ্রেষ্ঠ খেলা

Author: লিপিকা মন্ডল

শ্রেষ্ট খেলা বলি যদি

ভুল যে হবে নাকি?

নির্বাচনি মাঠটা এখন 

সবচেয়ে বড়ো দেখি।

রাজনৈতিক দলগুলি

নির্বাচনে হচ্ছে জয়ী, 

দিয়ে সস্তা সুড়সুড়ি 

মদ-মাংস ডিম খিচুড়ি।

কমা শাড়ি সস্তা ছাতি

জিলিপি ও দই মিষ্টি,

ভোট খুঁজতে নিশুত রাতি

টর্চ শুধু নয় বৈদ্যুতিক বাতি।

যদি থাকে মাথার মধ্যে

যুক্ত একটু কূটনীতি, 

ছড়িয়ে দেবে সবার মাঝে

দুর্বুদ্ধি ও দুর্নীতি।

এই খেলাতে হলে জয়ী 

শীর্ষচূড়া আসবে নামী,

সঙ্গে নিয়ে তারকা রাক্ষসী

পেয়ে মূর্খ নাগরিক।

এই খেলার উপকরণ

বোমা গুলি ও বিস্ফোরণ, 

জায়গা বুঝি মারবে ছুড়ি 

মরবে শুধু সাধারণ ।

জাহান্নামে রীতি-নীতি

জ্বলছে আগুন যথারীতি,

ফল জানতে চাও যদি

নন্দী-সিঙ্গুর জ্বলন্ত ছবি।

মারছে যারা মরছে তারা

জেলেও যায় দলিত ছোড়া, 

বাস্তু ভিটায় দিয়ে আগুন

আনন্দিত হচ্ছে দ্বিগুন ।

রক্ত গঙ্গা বইয়ে দিয়ে

বসবে রাজা সিংহাসনে, 

মুচকি হেসে হিমের ঘরে

বলবে শুধু খেলা হবে।

রুখতে হলে জোটের দলে

মঞ্চখানা সাজিয়ে নেবে,

স্বার্থে আচড় লাগলে তবে

এক ঝটকায় ফেলে দেবে।

ওদের নাট্য মঞ্চখানা

 রং বে-রঙের ঝলক টানা,

করবে কতো ছলা-কলা

ঢাকতে নিজের মুখোশখানা ।

ক্ষমতার সেই সিঁড়িগুলো 

একের উপর এক দাড়ানো,

একটাতে ধরলে ফাটল

অন্যগুলো হচ্ছে দুর্বল।

ক্ষমতার যদি এমন 

হয় গো অপব্যয়, 

জনগণের চোখ একদিন 

খুলবে যে নিশ্চয়।

অন্যখেলার সীমা চলে

ভিন্ন দেশে দেশে,

এই খেলার জন্য লাগে

বিশ্ব সীমানা যে।

রাজনৈতিক দলগুলো

নামছে যখন মাঠে,

ধরণীর বুকটা যেন 

কাঁপছে থেকে থেকে।

কে বাঁচিতে কে যে মরে

সবাই যে তার অঙ্গ জুড়ে,

বুঝলে সবে মানুষ হবে

বিশ্ব সেরা আসন লবে।

          -----×------

      রচনাকাল-02/01/2008

     সংযোজিত-18/08/2023