click on images to know more about the Images

আধুনিক লোকগীতি -১

Author: হরিপদ সরকার

            সুর - দেবব্রত রায় 

 

শুধুই রূপ দেখে তার প্রেমে পড়োনা 

ওই রূপের মোহ ছেড়ে দিয়ে গুণের 

যাচাই করোনা।। ………

 

অল্প ভেবেই প্রেম করিলে রয় না চেতনা,  

মুখ দেখে না যায় গো করা(২)  

তার গুণের বর্ণনা, তার গুণের বর্ণনা।

কেবল অনুভবেই হয় তুলনা খোঁজ সঠিক নিশানা,

অনুভবেই হয় তুলনা খোঁজ সঠিক নিশানা।। 

 

রূপের বড়াই ছেড়ে সবাই গুণের দিকে হাত বাড়াও, 

গুণের মাঝে পাবে সুফল(২) রূপের কথা ভুলে যাও। 

কেন মিছি-মিছি ঘুরে বেড়াও সঠিক পথে চলোনা।। 

 

রূপে গুণে সমান হলে যায় না তা বিফলে 

এর চেয়ে আর হয় না ভালো(২)যেও না তা ভুলে।  

এবার ভুলে সে সব কৌতূহলে নতুন করে ভাবোনা ।।