click on images to know more about the Images

ব্রাহ্মণ্যবাদের খাঁড়া

Author: প্রফুল্ল কুমার মণ্ডল

ব্রাহ্মণ্যবাদ চলছে দেশে

ধরছে বুকে তীক্ষ্ণ খাঁড়া,

দলিত সমাজ বিপথগামী

সব হারিয়ে দিশেহারা।

 

ব্রাহ্মণের মন বিষে ভরা

বহুজনে বুঝবে কবে?

ব্রাহ্মণ্যবাদ বিদায় হলে

দেশের মানুষ সুখে রবে।

 

জাতাজাতি উস্কে দিয়ে

ব্রাহ্মণ সমাজ মজা লুটে,

শূদ্রের মাথায় বেলটি ভেঙে

খাচ্ছে সদাই চেটেপুটে।

 

পুজোর নামে দলিত সমাজ

শয়ে শয়ে দিচ্ছে চাঁদা,

পুজোর শেষে অর্ঘ যত

নিয়ে যাচ্ছে বামুন দাদা।

 

বড়ো বড়ো মন্দির গুলোয়

পুরোহিতরা আছে বসে,

লোকের দেওয়া দানদক্ষিণা

নিচ্ছে সদাই হিসাব কষে।

 

পূজায় টাকা শ্রাদ্ধে টাকা

টাকা লাগে গঙ্গার ঘাটে,

বহুজন আজ সব হারিয়ে

রোদ বৃষ্টিতে মাঠে খাটে।

 

বাঁচতে হলে লড়াই করা 

শূদ্রদের আজ জানতে হবে,

নিজ অধিকার বুঝে নিলে

থাকবে ভালো সাধের ভবে।

 

লেখা পড়া করলে পরে

অন্ধকার সব ঘুচে যাবে,

জাতি ধর্ম ভুলে গিয়ে

বাঁচার নতুন দিশা পাবে।

            ==0==