click on images to know more about the Images

চিন্ময়ী

Author: নির্মলেন্দু বিশ্বাস

চিন্ময়ী

ভ্রুণের দু্র্গা নিহত হয় পথের দুর্গার ধর্ষণ
এসব দেখেও হয়না কেন ঘৃণার বৃষ্টির বর্ষণ!
কিশোরী দুর্গা বিক্রি হয় অন্ধ গলির হাটে
প্রভাত বেলায় সূর্য তাদের অস্ত গেল পাটে। 

পড়ুয়া দুর্গা পড়ার শেষে মেলবে রঙিন ডানা
কন্যা বলেই লেখা পড়ায় তাদের হল মানা। 
দুঃস্থ পিতা স্বামীর হাতে করেন কন্যা দান
এ সব কি নয় দুর্গা মায়ের চরম অপমান। 

নববধূ  দুর্গা মায়ের স্বপ্নে ছিল দারুণ ফাগুন
পীড়ণ করে পুড়িয়ে মারল পণের আগুন। 
পুত্র কোলে মা জননী করলেন জগৎ জয়
পুত্র এখন মস্ত বড় দুর্গার মনে বৃদ্ধাশ্রমের ভয়।

 
রূপংদেহি  ধনংদেহি যশংদেহি বলব কেন দেবীর কাছে
"চাই না মাগো রাজা হতে'' রাম প্রসাদের গানে আছে। 
দেবার কিছু নেই যে তাহার দুর্গা মা যে মৃন্ময়ী
হেথায় পাবে যত্ন-স্নেহ বাসবে ভালো জীবন্ত মা চিন্ময়ী।