click on images to know more about the Images
দিন বদলায় রাত বদলায়
বদলে যায় সময় ।
তারই মাঝে জীবন বৃথা
মৃত্যু ক্ষুধা বয়ে যায় ।
আলমারির বইয়ের মত
স্মৃতির পাতা হলদে হয় ।
মনের ঘরে অসুখ আজ
ভালো লাগে না কিছু তাই ।
সন্ধ্যা নামে ঝি ঝি ডাকে
স্তব্ধ বাতাস থমকে থাকে।
গগন তবুও নিশ্ব লাগে
পশ্চিমা বাতাস বহে না মনের ঘরে।
নিরালা কোণে গুমরে কাঁদে,
ছিল কিছু তবুও স্মৃতির ঘরে।
মঞ্জিরও তালে নেচেছে গগন
পবন গেয়েছে গান ,
রয়েছি একা গেয়েছি
তবু মৃত্যরও জয়গান।
রাত মনে হয় দীর্ঘতর
চোখে না আসে ঘুম ,
বিদিশার চোখে ঘুমের কাজল
না জানি আসে কোন ভোর। মৃত্যুঞ্জয় নিয়ে চলে
সেই ! নিরাশ লোকে