click on images to know more about the Images
শিউলি এখনো ফোটে
তবু ঝরে পড়ে--
বার্ধক্যের আবডালে
অভাব অনটন হিংস্রতায়
মিশে যায় মেঘ
বৃষ্টি নামে;
আকাশভেদী গর্জন
ছিন্নভিন্ন এ জীবন,
ফিরে দেখে --
বাল্যের প্রতিশ্রুতি।
কতনা পাতায়,
গাছে-গাছে, সবুজে-সবুজ
উদ্ ভ্রান্ত জীবন এখন
শুধুই নুয়েপড়া, ঝরে পড়া
আর শুকনো রসের হিল্লোল।
তবু্ও প্রেম
পূজার নৈবেদ্য নিয়ে
এসে যায়---
ফুলের ডালি ভরে ;
নিভৃত নির্জনে
বার্ধক্য মরে
শবাগারে,জল্লাদের ছোঁয়ায়
শিউলি এখনো ফোটে
দেওয়ালের ফটোফ্রেমে।
--------------০------------
২১/০৯/২০২৩