click on images to know more about the Images

অনশন

Author: লিপিকা মন্ডল

ব্রিটিশ শাসন কভু,যায়নি তো চলে ,

দেহ পালটিয়ে আজো আছে এই দেশে।

চাবুক পদাঘাত নিয়েছে শুধু তুলে

এখন মারছে শোনো, জেলে পচতিয়ে ।

চোর গুণ্ডা শাসক দেশদ্রোহী যারা

অনশন করে থাকে শুনিনি কভু তারা।

পূর্বে অনশন করে,মরেছে যারা

অতীত ইতিহাস বলে বিপ্লবী ছিল তাঁরা।

এই শিক্ষাই তো আজ পেয়েছি মোরা

চিহ্নিত করতে আসল দেশদ্রোহী কারা।

ওদের মুখশ যদি খুলতে পারি মোরা

দেখব দেশের ভদ্র বেশধারী তারা।

আজো অনশনে বলি রয়েছে যাঁরা

ধরে নেব তাঁরা এক বিপ্লবেরী ধারা।

পূর্বে অনশনে খাওয়াত ঠেলে ঠেলে

বর্তমানে খাওয়ায় দেখি সেলাইন দিয়ে।

শাসকের শোষণ নীতি তুলে ধরে বলে

দেশদ্রোহী বলে লকাপে দেয় পুরে।

বিনা বিচারে যদি আজো মরে অনশনে

কৈফিয়ৎ দিতে হবে শুনে রাখ তবে।

কাদের জন্য ওঁদের এই অনশন 

জানবে যে দিন দেশের সমস্ত জনগন 

উঠে আসবে তখন আরো বিপ্লবী মন।

সম্মানের ভাষা কভু আসে না এই মুখে

তোদের আচরণ পষ্ট করে মোদের মস্তিষ্কটাকে ।

কোটি কোটি টাকা ব্যয়ে জীবনকে করিস রক্ষা

বিপ্লবকে চাপা দিতে বৃথা তব চেষ্টা।

তোদের ঐ শোষণ নীতি তুলে নিবি যবে

লাঠালাঠি কাটাকাটি সব থেমে যাবে ।

দেশ থেকে বিপ্লব নিজেই যাবে চলে

প্রশাসন দিয়ে কভু হবেনা তারাতে।

       ---------×----------- 

     রচনা কাল--25-9-2006