click on images to know more about the Images
খুব সাদামাটা একটা প্রেম হোক,
নিয়ম করে কথা বলা-
ক্যলেন্ডারের পাতায় হিসাব করে দেখাকরা,
নাই বা হোক...
যখন খুশি মন চাইলেই কথা হোক-
চলতি পথে হঠাৎ করেই দেখা হোক।
মুখের হাসি বজায় রেখে
একটা-দুটো দরকারি কথাই হোক,
কথায় কথায় প্রতিশ্রুতি না থাকুক...
এমনই এক প্রেম হোক।।
প্রেম হোক দুজনার খুনসুটির,
একসাথে পথে চলতে চলতে,
দুজনে কথা বলতে বলতে,
হঠাৎ মনোমালিন্যে...
একে অপরের দোষ খোঁজা হোক,
খুনসুটিতে হারিয়ে যাক লোক লজ্জার ভয়।
তবুও অভিযোগ চলতে থাকুক,
অভিমান না হোক,
প্রেমটা এমনই মধুর হোক।।
কখনো কখনো প্রেমটা হোক খুব যত্নশীল,
অসুস্থতায় জেগে থাকা হোক সারারাত
একে অপরের পাশে,
অথবা,
কোনো অজুহাতে সে ছুঁয়ে যাক আমার চুল,
ক্লান্তিতে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হোক,
মন খারাপে হাতটি ধরে মনের সাহস বাড়ানো হোক।
হ্যাঁ,এমনই একটা প্রেম হোক।
একটা ঝগড়ুটে প্রেম হোক,
কথায় কথায় প্রতিদিন ঝগড়া হোক,
কাঁন্না হাসির মাঝে কখনো কখনো
উপহাস করা হোক,
অভিমানের স্রোতে একে অপরের থেকে দূরে গিয়ে
নতুন মানুষ খুঁজলেও
কিন্তু দিন শেষে আবার এক ছাদের নিচে এসে...
কোনো এক মধুর বাসনায়,
একে অপরকে জড়িয়ে ধরে বলা হোক,
"তোকে ছাড়া আমি অসহায় "।
চোখের জলের সুখের ঢেউয়ে ভেসে যাক সেই ক্ষণ গুলি,
পরম তৃপ্তিতে কেটে যাক বিনিদ্র মহারাত্রি।।
এমনই এক প্রেম হোক।
হোক না সেটা অপবিত্র,
হোক না সেটা অসম,
হোক না সেটা অবর্ণনীয়,
তবুও প্রেম হোক,
একটা আটপৌরে গল্প লেখা হোক সে প্রেমের,
তথাকথিত ভদ্র সমাজ করুক না ছিঃ ছিঃ!
তবুও প্রেমটা হোক,
সেই প্রেমেই হোক নতুন জীবন অথবা,
চিরমুক্তি।।