click on images to know more about the Images

অভিমান

Author: সুদাম দাস

জানি, মনের সব কথা বলে দিলে অবহেলা ছাড়া কিছুই পাওয়া যায় না‌।

তবুও বলি,বলতে ইচ্ছে হয়, দেখিয়ে দিতে ইচ্ছে হয় মনের মধ্যে জমে থাকা ভাবনার পাহাড় গুলো কে।

 

বুঝিয়ে কোন লাভ নেই জেনেও বোঝাতে চায়, সে বুঝবেনা জেনেও বোঝাতে যায়।সর্বক্ষণ মনের মধ্যে, সমুদ্রের ঢেউয়ের মতো অনবরত বয়ে চলে দিশাহীন ভাবে।

 

সেজন্য আবার বলতে ইচ্ছে হয়, আবার দুঃখ পায়, অবহেলা বাড়ে মূল্যহীন ভাবতে শুরু করে, তবুও বলি, বলে যদি মনের মধ্যের দুঃখের ঢেউ কমে কিংবা যদি ভাবনা শূণ্য হয়, সেজন্য বলি।

 

তবে একদিন বলা শেষ হয়ে যাবে

সেদিন তুমি বলবে আমি শুনব

সেদিন তোমার নীরবতা ছাড়া কিছুই থাকবে না,সে দিনই আমার দিন শেষ।