click on images to know more about the Images
অনেকটা সময় কেটেছে অনেকের সাথে
কখনো শরতের ভোরে
শিশির ভেজা ঘাসে
শিউলি বকুল পলাশে ।
কখনও পড়ন্ত বিকেলে
হেমন্ত গোধূলি গায়ে মেখে
তরু ছায়া তলে
কখনও গোলাপ শয্যায়
জ্যোৎস্না রাতের মিষ্টি মধুর আলাপে
স্বপ্ন নীড়ে।
কেউ শান্তি দেয়নি
আজও শ্রাবনের নির্জন দুপুরে র মেঘ আমাকে কাঁদায়।
কেউ মনে রাখেনি
মোবাইলের রিংটোনের মতো
বদলে যাচ্ছে সবাই।
কেনো যে এমন!
হয়তো ছিল কিছু ভুল
তবুও ভালোবাসি নীরব বসন্ত
ওগো . . . আমি বনফুল।